আমি অত্যন্ত চমৎকৃত এবং গর্বিত হয়েছি বাংলাদেশি কয়েকটি ওয়েবসাইট দেখে। তারমধ্যে www.bdtips.com, www.somewhereinblog.net, www.techtunes.com.bd, অন্যতম। এ ওয়েবসাইটগুলো যেমনি শিক্ষনীয় তেমনি উপভোগ্য। সাইটগুলো সম্পর্কে নিম্নে সংক্ষেপে বর্ণনা করা হলো।
১। www.bdtips.com, - ইংরেজী ভাষার এই ওয়েবসাইটে আপনি নানাবিধ বিষয়ে article পড়তে পারবেন। আপনি নিজেও আর্টিকেল জমা দিতে পারবেন। উপযুক্ত হলে সেটা পাবলিশ করা হবে। সে জন্য কিছু সর্ত সাপেক্ষে আপনাকে ইনসেনটিভ দেয়া হবে। আপনি অন্যান্য লেখকদের সাথে বন্ধুত্বও করতে পারবেন।
এই ওয়েব সাইটে আমার কিছু লেখা আছে, ইচ্ছে করলে পড়তে পারেন। ক্লিক করুন